নিজস্ব সংবাদদাতাঃ এবার বিজেপি (BJP) ও কংগ্রেস (Congress)-কে মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) রণডঙ্কা বেজে গিয়েছে। এদিকে ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে রাজনৈতিক উত্তাপ জোরালো হয়েছে। এদিকে পঞ্চায়েত ভোটে নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশকে নয়, কেন্দ্রীয় বাহিনীকে দেওয়ার জোরালো দাবি করেছিল বঙ্গ বিজেপি শিবির। এদিকে বিজেপির সুরে সুর মিলিয়েছে কংগ্রেসও। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আদালতের দ্বারস্থ হবে বলে হুঙ্কার দিয়েছিল বিজেপি। এদিকে এবার আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে এই দুই রাজনৈতিক দলকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্ট।