নিজস্ব সংবাদদাতা: বিরোধী বলে ব্রাত্য। উন্নয়নের কোনও কাজে তাদের সামিল করা হয় না। ডাকা হয়না মিটিংয়ে। সরকার পক্ষের পঞ্চায়েত গুলোতে একাধিক কাজ হলেও বিরোধী পঞ্চায়েতগুলো কোনও কাজ পায় না। এমনি অভিযোগ মানিকপাড়া গ্রামপঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঝাড়গ্রাম বিডিওর কাছে আজ লিখিত অভিযোগ জানালো বিরোধী সদস্যরা।
এলাকার উন্নয়নের কাজ করতে দিচ্ছেনা শাসক দলের প্রধান ও নেতৃত্বরা বলে অভিযোগ। এলাকার উন্নয়নের কাজের জন্য বরাদ্দ টাকাও আটকে দেওয়ার অভিযোগ। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের নির্দল ও বিজেপি থেকে জয়ী হওয়া জনপ্রতিনিধিরা ঝাড়গ্রাম বিডিওর কাছে এমনই অভিযোগ করল। ফিফটিন ফিন্যান্সের টাকা এলেও সেই টাকা জরুরি কাজে অ্যালটমেন্ট হয়নি। যে সমস্ত পঞ্চায়েতের মেম্বাররা রয়েছেন তাদের না জানিয়েই অন্য কাজে খরচ হচ্ছে। জরুরি যে কাজের জন্য সেই টাকা খরচ হওয়ার কথা তার কোন অ্যালটমেন্টই হয়নি।
ঝাড়গ্রামের মানিকপাড়াতে জরুরি কাজের বরাদ্দ টাকা দলগুলোকে করতে দেওয়া হচ্ছে না তাদের এলাকায় উন্নয়নের জন্য। এমনই অভিযোগ করছে বিরোধী দলগুলি। শাসক দলের তরফ থেকে গোটা বিষয়টা খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।