নিজস্ব সংবাদদাতা: গ্রামবাসীদের সঙ্গে পুরোনো জমিজমা সংক্রান্ত বিবাদের জের বীরভূমের সিউড়ির আলুন্দা গ্রামে আলুন্দা গ্রামপঞ্চায়েতের মহিলার তৃণমূল সদস্যা রুবিদা বিবিকে মারধোরের অভিযোগ গ্রামবাসী একাংশের বিরুদ্ধে। সিউড়ি হাসপাতালে ভর্তি রুবিদা বিবি।
জানা গিয়েছে, রুবিদা বিবির বাড়ির পাশের একটি জায়গা ঘেরাকে নিয়ে দীর্ঘদিনের গন্ডোগোল স্থানীয় গ্রামবাসিদের একাংশের সঙ্গে। এই নিয়ে দীর্ঘ দিন ধরে মামলা চলছে। গতকাল সিউড়ি আদালত থেকে ২ পক্ষের কাছেই হাজিরার নোটিশ যায়। সেই নিয়ে নতুন করে গন্ডোগোলের সূত্রপাত।
গতকাল রুবিদা বিবির বাড়িতে ঢুকে হামলা চালায় কয়েকজন গ্রামবাসি বলে অভিযোগ। তাকে মারধোর করা হয় বলে অভিযোগ , অভি্যোগ তার গলার হারও ছিঁড়ে নেওয়া হয়। সে সিউড়ী হাসপাতালে ভর্তি আছে। তৃনমূল নেতৃত্ব জানিয়েছে ঘটনার কথা পুলিশকে জানানো হয়েছে , এলাকায় শান্তি রাখার আবেদন করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে রুবিদা তাঁর পরিবারের জায়গা থেকে ৪ ফুট জায়গা ছেড়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যায়, গ্রামবাসীরা স্বছন্দে রাস্তায় পারাপার করতে পারবে।