নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ ঘূর্ণিঝড় দানার প্রভাবে ডেবরা ব্লকের সত্যপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে একটি মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। আহত হয়েছিল দুই জন।পুরো আশ্রয়হীন হয়ে পড়েছিল পরিবারটি। তাই ওই পরিবারটির খবর নিতে এবং পরিস্থিতি পরিদর্শন করতে এলাকায় হাজির হলেন ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন বেরা সহ অনান্যরা।
সূত্র মারফত জানা গিয়েছে যে, ওই পরিবারের হাতে এক মাসের ভুসিমাল বাজার,সব্জি বাজার, চাল, ডিম, বিছানার জিনিসপত্রসহ ভালো চিকিৎসার জন্য কিছু আর্থিক সাহায্য করেন উপপ্রধান। তিনি আশ্বাস দেন ভবিষ্যতেও যে কোন অসুবিধায় ওই পরিবারের পাশে তিনি থাকবেন। এদিন তার সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুস্মিতা দত্ত, ৩ নং সত্যপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হাসিরুদ্দিন খাঁনসহ অনান্যরা।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, ঘূর্ণিঝড় দানার ফলে বঙ্গে প্রভূত ক্ষতি হয়েছে। ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। সরকারের তরফ থেকে তাদেরকে সাহায্য করা হয়েছে। প্রসঙ্গত, কলকাতা এবং সংলগ্ন জেলায় ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার। মূলত এই ঝড়টি ওড়িশার উপকূলে আছড়ে পড়েছিল। ওড়িশার ধামারায় এই ঝড়টির ল্যান্ডফল হয়েছিল।