নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে রাজ্যে। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে চলছে মনোনয়ন জমার প্রক্রিয়া। তবে মনোনয়ন জমাকে কেন্দ্র করেই উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রাজ্য জুড়ে। দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে গতকাল ডোমকলের সারাংপুরে প্রকাশ্যে তৃণমূল নেতাকে বন্দুক সহ ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। তখনই তাকে আটক করা হয়। তবে বর্তমানে জানা যাচ্ছে, আজ ডোমকলের বন্দুকবাজ তৃণমূল নেতা সারংপুরের অঞ্চল সভাপতি বাসির মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে।