নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: বিজেপির বোর্ড গঠনের আগে অঞ্চলের পেছনে অঞ্চলের বিভিন্ন নথি পোড়ানোর অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূলের। বোর্ড গঠনের পর অঞ্চলে ঢোকার আগে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করল বিজেপি জয়ী প্রার্থীরা। পাঁশকুড়ার কেশাপাট অঞ্চল বিজেপি দখল করে। আজ ছিল বোর্ড গঠন। বোর্ড গঠন করা হয় কিন্তু দেখা যায় বোর্ড গঠনের আগে অঞ্চলের পেছনে অঞ্চলে বিভিন্ন নথিপুত্র আগুনে পোড়ানো হয়। সেখানে দেখা যায় যে একাধিক গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে রয়েছে। আজ বোর্ড গঠনের আগে এমনই ছবি ধরা পড়ে কেশাপাট এলাকায়।
বিজেপির জয়ী প্রার্থীরা অভিযোগ করে, 'আমরা বোর্ড গঠন করছি। সেই জন্যই দুর্নীতি ঢাকতে সমস্ত নথি পুড়িয়েছে'। যদিও তৃণমূল কংগ্রেস অস্বীকার করেছে। বিজেপি বোর্ড গঠন করার পর গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করে অঞ্চল অফিসে প্রবেশ করেন জয়ী বিজেপির প্রধান উপ প্রধান সহ সমস্ত জয়ী প্রার্থীরা।