আত্রেই-এর পাড়েই প্রথম শুরু হয় পুজো, পাল বাড়ি বহন করছে সেই ইতিহাস

গৌরী পালের সময় থেকে আজও একই নিয়মে দেবী দুর্গার পুজো হয়ে আসছে এখানে।   

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
jiuoi98

File Picture

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ দিনাজপুরের প্রাচীন বনেদি বাড়ির পূজাগুলির মধ্যে অন্যতম বালুরঘাটের কংগ্রেস পাড়ার পাল বাড়ির দুর্গাপূজা। সঠিক সময় না জানা থাকলেও আনুমানিক ৩৫০ বছর আগে আত্রেই নদীর পাশে নিজের বাড়িতেই এই পুজো শুরু করেছিলেন প্রতিষ্ঠাতা গৌরী পাল। গৌরী পালের সময় থেকে আজও একই নিয়মে দেবী দুর্গার পুজো হয়ে আসছে এখানে।   

লোক মুখে শোনা যায়, এক সময় বালুরঘাটে বেশ প্রভাবশালী ব্যক্তি হিসেবে গৌরী পাল পরিচিত ছিলেন। তিনিই প্রথম এই দূর্গা পূজার প্রচলন করেন। খড় ও বাঁশের তৈরি মন্দিরে অধিষ্টিত দেবীর পূজা শুরু হয়। গৌরী পাল এবং তাঁর উত্তরসূরীদের অবর্তমানে প্রায় বছর ৮০ আগে পাল বাড়ির দুর্গাপূজা পরিচালনার দায়িত্ব নেন প্রতিবেশিরা। বর্তমানে যা বারোয়ারী হিসেবেই পুজো হয়। তবে বারোয়ারী উদ্যোগে এই পুজো আয়োজিত হলেও এখনও পাল বাড়ির দুর্গাপূজা নামেই পরিচিতি এই পূজা প্রাঙ্গন।

hjyuuii

কথিত আছে এখানে নিষ্ঠার সঙ্গে দেবীর কাছে কেউ কিছু মানদ করলে তা পূরণ হয়। শুধুমাত্র জেলাবাসি নয় পাশাপাশি অন্য জেলার মানুষরা এখানে পুজো দিতে আসেন ও মানদ করেন। এছাড়াও প্রতিবছর পূজার সময় এলাকার বহু মানুষ নিজ নিজ মানদ শোধ দিতে সোনার গয়না, দেবীর পরিধেয় বস্ত্র এবং পূজার নানা উপকরণ নিয়ে হাজির হন এখানে। পুজোর কয়েকটা দিন এলাকাবাসিরা অন্য কোন পূজা মন্ডপে না গিয়ে এখানে আনন্দে উৎসবে মেতে ওঠেন।

Adddd