ভারতের চাষের জমিতে উদ্ধার পাকিস্তানের অস্ত্র! কি করে এলো?

বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প থেকে বোম স্কোয়াডের লোকজন আসেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানি মর্টার শেল উদ্ধার হল ভারতে। তবে কি অনেক আগে থেকেই চীন এবং পাকিস্তানের সঙ্গে সলাপরামর্শ করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে বাংলাদেশ? দিনহাটা সীমান্তে গ্রামের জমিতে উদ্ধার হল মর্টার সেল। 

যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে এই পাকিস্তানী মর্টার সেল উদ্ধার হওয়ায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রশাসন, bsf ছুটে আসে এলাকায়, চলে নজরদারি। সীমান্তবর্তী এলাকার মানুষের মনে এখন গ্রাস করেছে ভয়। চাষের জন্য মাটি খুঁড়ছিলেন কয়েকজন ঠিক সেই সময়ই হঠাৎ চোখে পড়ে একটা অপরিচিত বস্তু। 
সন্দেহজনক মনে হওয়ায় অন্যান্য গ্রামবাসীদের ডেকে আনেন এক চাষী। এরপরে সকলে বুঝতে পারেন যুদ্ধে ব্যবহার করবার অস্ত্র এটি যার নাম মর্টার সেল। ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটা ঝিকরি গ্রামে উদ্ধার হয়েছে এটি। 

morter.jpg

বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প থেকে বোম স্কোয়াডের লোকজন আসেন। তার আগেই বিএসএফ ঘিরে রাখে গোটা এলাকা। বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অস্থির আবহাওয়া চলছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। 

তবে ঠিক কিভাবে পাকিস্তানের এই অস্ত্র এসে পড়ল ভারতের কৃষি জমিতে তাই নিয়ে তদন্ত করছে প্রশাসন। তবে ওই গোটা এলাকায় গ্রামবাসীদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিএসএফ। কৃষি জমিতে বন্ধ রয়েছে কৃষিকাজ। ইতিমধ্যেই সীমান্তে পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। আরো জোরালো হয়েছে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা।

farmland