Big News: আগুন! পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনা! আতঙ্কে লাফ দিল যাত্রীরা

পশ্চিমবঙ্গে আবার ট্রেন দুর্ঘটনা। এবার এমন দুর্ঘটনা ঘটল যে বিস্ফোরণ হয়ে আগুন জ্বলতে থাকে। তবে প্রাণে বেঁচে গেছেন যাত্রীরা। কী করে ঘটল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
Train-2

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ফের ওভেরহেডের তার ছিঁড়ে থমকে গেল ট্রেন চলাচল। শনিবার বিকেলে কপালের জোরে বড় বিপদ এড়ানো গেল আপ ব্যান্ডেল লোকালে। ওভারহেডের তার ছিঁড়ে পড়ে ট্রেনের ভেন্ডার কামরার উপর। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নিচে ঝাঁপ দেন যাত্রীরা। এই ঘটনায় বেলুড়-লিলুয়ার মধ্যে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ৩টে ৫০ মিনিট নাগাদ বেলুড়-লিলুয়ার মাঝে ডাউন লাইন দিয়ে যাচ্ছিল আপ ব্যান্ডেল লোকাল। বেলুড় ঢোকার আগেই পঁচিশ হাজার ভোল্টের তার ছিঁড়ে পড়ে ট্রেনের ভেন্ডার কামরার উপর। প্রচন্ড শব্দে বিস্ফোরণের সঙ্গে আগুন জ্বলতে শুরু করলেই সবাই এক এক করে লাফ মারতে থাকেন। লাফ দিতে গিয়ে আঘাত পান অনেকেই। ট্রাকশান ভ্যান এসে কাজ শুরু করেছে।