নিজস্ব সংবাদদাতাঃ ফের ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা। সোমবার রাত ৯ টা নাগাদ হঠাৎ বন্ধ হয়ে গেল কাটোয়া-ব্যান্ডেল শাখার ট্রেন চলাচল। অফিস ফেরত নিত্যযাত্রীরা রীতিমতো সমস্যায় পড়েছেন। আপ ও ডাউন দুই লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে জানা যাচ্ছে। ব্যান্ডেল ও বাঁশবেড়িয়া স্টেশনের মাঝে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ার কারণেই এই বিপত্তি বলে জানা গিয়েছে। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা স্পষ্ট নয়। মাঝপথে আটকে থাকা যাত্রীরা, এত রাতে কীভাবে বাড়ি ফিরবেন, তা বুঝে উঠতে পারছেন না।
জানা গিয়েছে, আপ ও ডাউন লাইনের একাধিক ট্রেন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, ডাউন লাইনের ট্রেনগুলো দাঁড়িয়ে আছে জিরাটের কাছে খামারগাছিতে। ইতিমধ্যে মেরামতির কাজ শুরু করেছেন রেল কর্মীরা। ব্যান্ডেল, শেওড়াফুলি ও নবদ্বীপ থেকে রেলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও অন্যান্য কর্মীরা পৌঁছে গিয়েছেন ও মেরামতির কাজ শুরু করেছেন। ঘটনাস্থলে রয়েছেন বিদ্যুৎ দফতরের কর্মীরাও।