২০ কেজি সাইজের বাতাসায় পূজিত হন অষ্টভুজা মহাকালী মা

পুজার মূল আকর্ষণ হল বাতাসা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
ফভ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৩ নং দাদরা গ্রাম পঞ্চায়েতের দেউলি শান্তিকেন্দ্রের পরিচালনায় স্বপ্নাদিস্ট সার্বজনীন পঞ্চমুখী অষ্টভুজা মহাকালী মায়ের পুজা এই বছর ৬৮ তম বছরে পদার্পণ করলো। ৫ দিন ধরে চলবে এই পুজা।

পশ্চিম মেদিনীপুর জেলাতে এই ধরনের পুজা সচরাচর দেখা যায় না। পুজার মূল আকর্ষণ হল বাতাসা। এই পুজোতে বিশেষ বাতাসা ভোগ দেওয়া হয় কালী মাকে। এই পুজোর মেলাতে বড়ো বড়ো বাতাসা দেখা যায়।

পূজার উদ্যোক্তারা জানান ' সব থেকে বড়ো ২০ কেজির ওজনের বাতাসা হয়। তাছাড়াও রয়েছে নানান সাইজের বাতাসা। পুজোর দিনগুলিতে অনেক ভক্তের সমাগম ঘটে, যা লক্ষ্য করার মতো। 

Add 1

স

স

স্ব