New Update
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর হাইস্কুল ফুটবল মাঠে ১৬ থেকে ১৮ ই ডিসেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে মহেশপুর ডঃ জাকির হোসেন স্মৃতি সংঘ। বাঁকুড়া,বর্ধমান,ঝাড়গ্রাম,শিলদা সহ স্থানীয় থেকে ভিন জেলার বিভিন্ন টিম এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করে। বুধবার টুর্নামেন্টের চুড়ান্ত পর্যায়ের অর্থাৎ ফাইনাল খেলা সম্পন্ন হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় ঘাটাল জে স্টার বনাম বর্ধমান সোনারতরী ফুটবল অ্যাকাডেমি।২-০ গোলের ব্যাবধানে বর্ধমান সোনারতরী ফুটবল অ্যাকাডেমিকে পরাজিত করে ঘাটাল জে স্টার।ফাইনাল খেলার উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা-২ ব্লকের বিডিও উৎপল পাইক,ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়াল লোহার,উপপ্রধান মনাজুর মোল্লা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
মহেশপুর ডঃ জাকির হোসেন স্মৃতি সংঘের আয়োজনে মহেশপুর হাইস্কুল ফুটবল মাঠে বিগত কয়েকবছর ধরে আয়োজিত হয়ে আসছে এই সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট।প্রতিবছরই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে মহেশপুর হাইস্কুল মাঠে তিলধারণের জায়গা থাকেনা ফুটবল প্রেমীদের,এই খেলা দেখতে দুরদুরান্ত থেকে হাজার হাজার ফুটবল অনুরাগী ভিড় জমায়,একবছরও তার ব্যতিক্রম হয়নি। আয়োজকদের দাবি, এবছর ফাইনাল খেলা দেখতে হাজার দশেক দর্শক সমাগম হয়। পাঁচিলের উপর,বাড়ির ছাদে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখতে দেখা যায় উৎসুক দর্শকদের।
টুর্নামেন্টের আয়োজক থেকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধান জানান,দেশে বিভিন্ন সময় সাম্প্রদায়িকতা নিয়ে নানান ঘটনা ঘটছে, এতে দেশজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। তাই সম্প্রীতির বার্তা দিতেই মহেশপুর ডঃ জাকির হোসেন স্মৃতি সংঘ প্রতিবছরের ন্যায় এবছরও সম্প্রীতি কাপের আয়োজন করেছিল। প্রত্যন্ত গ্রাম একটি মফস্বল এলাকায় ফুটবল টুর্নামেন্টকে ঘিরে এতসংখ্যক মানুষের ভিড় ও উন্মাদনা বিরল।আয়োজকরা জানাচ্ছেন, দুরদুরান্তের টিম যেমন অংশ গ্রহণ করে তেমনই বিভিন্ন টিমে ভিনদেশী খেলোয়াড়রাও অংশ নেয় আর সবমিলিয়ে প্রতিযোগিতা জমজমাট হয়ে উঠে। ফুটবল টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ বিশালাকার ট্রফি ও পুরষ্কার অর্থ। আয়োজকরা জানান, ৪ লক্ষ ১০ হাজার টাকার এক বিরাট ফুটবল ধামাকা এই সম্প্রীতি কাপ।
সেমিফাইনালে অংশ নেওয়া চারটি টিমের মধ্যে যেদুটি টিম পরাজিত হয়েছে সেই দুই টিমকে ৩৫ হাজার টাকা করে অর্থ পুরষ্কার সাথে ট্রফি তুলে দেওয়া হয় আর ফাইনালে জয়ী টিমকে ২ লক্ষ টাকা ও ট্রফি এবং পরাজিত টিমকে ১ লক্ষ ৪০ হাজার টাকা করে অর্থ পুরষ্কার ও ট্রফি প্রদান করা হয়। চন্দ্রকোনা ছাড়িয়ে বর্তমানে জেলাতেও নাম কুড়াচ্ছে মহেশপুরের এই ফুটবল টুর্নামেন্ট সম্প্রীতি কাপ।