পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমাবে ভলিবল!

জনমুখী পুলিশি কার্যক্রমের অংশ হিসাবে শুরু হল সম্প্রীতি কাপ। চার দিন ধরে চলবে ভলিবল প্রতিযোগিতা। হাওড়া সিটি পুলিশের গোলাবাড়ি থানা ও সালকিয়া অ্যাসোসিয়েশনের তরফে সংগঠনের মাঠেই চলছে ভলিবল টুর্নামেন্ট।

author-image
Pallabi Sanyal
New Update
howrah police

হাওড়া সিটি পুলিশের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতার আয়োজন

নিজস্ব সংবাদদতা : দোষী থেকে নির্দোষ ব্যক্তি, সাধারণ মানুষ আজও পুলিশের নাম শুনলে আঁতকে ওঠে। ভয় পায়। ভাবে, 'আমি কী করলাম?' এদিকে পুলিশের তরফে জনসংযোগ দৃঢ় করতে নেওয়া হয় নানান উদ্যোগ। জেলায় জেলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়ে থাকে পুলিশের তরফে। এমনকি, যেকোনো বিপদে পাশে আছি বলেও মানুষের ভয় কাটানোর চেষ্টা করেন পুলিশ কর্মীরা। তাও যেন সাধারণ মানুষ আর পুলিশের মধ্যে একটা দূরত্ব থেকেই যায়। তবে সেই দূরত্ব ঘোচাতে আস্ত্র এবার ভলিবল। সৌজন্যে হাওড়া সিটি পুলিশ।  জনমুখী পুলিশি কার্যক্রমের অংশ হিসাবে শুরু হল সম্প্রীতি কাপ। চার দিন ধরে চলবে ভলিবল প্রতিযোগিতা। হাওড়া সিটি পুলিশের গোলাবাড়ি থানা ও সালকিয়া অ্যাসোসিয়েশনের তরফে সংগঠনের মাঠেই চলছে ভলিবল টুর্নামেন্ট। মূলত,  এলাকার সাধারণ মানুষের সাথে পুলিশের যোগাযোগ স্থাপন ও  জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। করিকেট টুর্নামেন্ট, ফুটবলের মতো ভলিবলও বেশ জনপ্রিয়। এই ভলিবলই পুলিশ ও  সাধারণ মানুষের মধ্যে যোগাযোগের এক মজবুত সেতু গড়ে তুলবে বলেই আশাবাদী পুলিশ ও প্রতিযোগিতার আয়োজক থেকে অংশগ্রহণকারীরা। সালকিয়া মাঠে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠি সহ হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ প্রসূন ব্যানার্জী।উদ্বোধনী ম্যাচে পশ্চিমবঙ্গ মহিলা ভলিবল টিম হারালো কেডিএস হাওড়া টিমকে।