নিজস্ব সংবাদদাতা, সবংঃ আজ World Drowning Prevention Day। সেই উপলক্ষে বিদ্যালয়ের কচিকাঁচাদের মধ্যে সচেতনতা বাড়াতে CINI'র ( Child In Need Institute ) এর পক্ষ থেকে ছোট একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের সানসাহড়া প্রাথমিক বিদ্যালয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পঞ্চায়েত প্রধান, আশাকর্মী, সমাজ কর্মী, বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক, অশিক্ষক কর্মীসহ গ্রামের সাধারণ জনগণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার ভাষণে প্রতি বছর জলে ডুবে কত সংখ্যক ব্যক্তির মৃত্যু হয় তার পরিসংখ্যান তুলে ধরেন এবং সাঁতার শেখার গুরুত্ব সম্পর্কেও কচিকাঁচাদের জানান।
CINI'র পক্ষ থেকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দুই প্রতিনিধি সুস্মিতা পট্টনায়ক ও নৈঋতা সামন্ত। তারা জলে ডোবার বিভিন্ন কারণ ও জলে ডুবে মৃত্যু প্রতিরোধে সবাইকে সচেতন করেন। জলে ডুবে মৃত্যু প্রতিরোধে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যৌথভাবে বিভিন্ন স্লোগান দেয় এবং বাচ্চাদের মধ্যে একটি সাঁতার প্রতিযোগীতারও আয়োজন করা হয়। প্রতিযোগীতার শেষে সবাইকে পুরস্কৃত করা হয়।