ধীর গতিতে হচ্ছে রাস্তা সম্প্রসারণের কাজ! তীব্র যানজটে নাকাল সাধারণ মানুষ

ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে ধীর গতিতে চলছে রাস্তা সম্প্রসারণের কাজ। তার জেরেই সোমবার ভোর থেকেই শুরু হয়েছে তীব্র যানজট। প্রায় সাত ঘণ্টা ধরে চলছে এই যানজট।

author-image
Tamalika Chakraborty
New Update
COVERqw.jpg

নিজস্ব সংবাদদাতা: ভোর রাত থেকে রাজ্য সড়কে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট। শয়ে শয়ে দাঁড়িয়ে রয়েছে যাত্রীবাহী বাস থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক। চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে ধীর গতিতে চলছে রাস্তা সম্প্রসারণের কাজ। তার কারণেই ভোর রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। প্রায় ১৫ কিলোমিটার ধরে এই যানজট। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ঘাটালের বরদাচৌকান থেকে দাসপুরের সুলতাননগর পর্যন্ত রাজ্য সড়কের ওপর শয়ে শয়ে দাঁড়িয়ে রয়েছে যাত্রীবাহী বাস থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক। চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরা। এই যানজট থেকে কখন মুক্তি পাবেন যাত্রীরা, তা জানে না কেউ। প্রায় ৭ ঘণ্টা ধরে চলছে এই যানজট। ধীর গতিতে হচ্ছে রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ। প্রশাসনকে বারে বারে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। যানজটের জন্য প্রশাসনকে দায়ী করছে বাসমালিক সংগঠনের নেতা প্রভাত পান। রাজ্য সড়ক সম্প্রসারণের কাজে গতি না থাকায় এই যানজট নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ পথচলতি মানুষ থেকে যানবাহনের চালকদের।