সব আসনে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না বিরোধীরা

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট। এদিকে ভোট গণনা হবে আগামী ১১ জুলাই। তবে মনোনয়ন ঘিরে জেলায় জেলায় অশান্তি। অব্যাহত রয়েছে বিরাট অশান্তি। ঝরছে রক্ত।

author-image
SWETA MITRA
New Update
jamu 1.jpg

হরি ঘোষ, জামুড়িয়া: আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Vote 2023) বুক চিতিয়ে লড়াই করার হুঙ্কার দেওয়ার পরও সব আসনে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না বিরোধীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বিজেপি থেকে অনেকখানি এগিয়ে রয়েছেন বামপন্থীরা। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এমনই চিত্র উঠে এলো এএনএমনিউজ-এর অন্তর তদন্তে। জামুড়িয়া বিধানসভার মধ্যে মোট দশটি গ্রাম পঞ্চায়েতে রয়েছে। এই দশটি গ্রাম পঞ্চায়েতের মোট সংসদ ১১২টি। পঞ্চায়েত সমিতিতে ২৫ টি আসন রয়েছে এবং জেলা পরিষদের দুটি।

jamu 2.jpg

১১২ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে মাত্র ৩৪টি আসনে বিজেপি প্রার্থী দিয়েছে এবং সিপিএম দিয়েছে ৭৭ টি, কংগ্রেস তিনটি আসনে এবং নির্দল একটি আসনে। পঞ্চায়েত সমিতিতে ২৫টি আসনের মধ্যে বিজেপি ১৬টি, সিপিআইএম ১৯টি, কংগ্রেস দুটি নির্দল দুটি আসনে প্রার্থী দিয়েছে। জেলা পরিষদে অবশ্য দুটি আসনে বিরোধীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

সব আসনে প্রার্থী দিতে পারলেন না কেন বিরোধীরা?

জামুড়িয়া দু'নম্বর মন্ডল বিজেপি সভাপতি রমেশ ঘোষ জানান, তারা মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন কিন্তু প্রতিবারই তাদেরকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি তৃণমূলের পক্ষ থেকে। রমেশ বাবুর অভিযোগ, তাদের প্রার্থীদের মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তাদের কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হয়েছে।

 jamu 3.jpg

সিপিআইএম নেতা সুকুমার সাঙ্গুই জানান, বিগত পঞ্চায়েত সহ অন্যান্য নির্বাচনে সন্ত্রাসের কারণে মানুষ এখনো সন্ত্রস্ত। এইবারে প্রকাশ্যে যতটা না সন্ত্রাস হয়েছে তার থেকেও বেশি সন্ত্রাস হয়েছে গোপনে। প্রার্থী প্রস্তাবকদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হয়েছে।

জামুরিয়ার বিধায়ক জানান, বিরোধীরা প্রার্থী না পেয়ে নিজেদের দলের কাছে ভাবমূর্তি ঠিক রাখতে এই ধরনের কথা বলছেন। তিনি প্রতিদিনই দলীয় কার্যালয় ছিলেন। যারা মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন বিরোধীদের তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করা হয়েছে। গতকাল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল নিজে এসে বিষয়টা দেখে গেছেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে বিরোধীরা প্রার্থী না পেয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য ধরনের কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করছেন।

 

মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন থেকেই জামুরিয়া প্রায় শান্ত ছিল। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোন ঘটনা জামুরিয়ায় হয়নি।

তাহলে কি সত্যিই বিরোধীরা প্রার্থী খুঁজে পাননি?