বিরোধী প্রার্থীরা তৃণমূলে! মানসের হাত ধরে যোগদান

পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই যেন শুরু হয়ে গিয়েছে পালাবদল। চলছে দল ভাঙানোর খেলা। বিরোধী শিবিরে বড়সড় ফাটল ধরিয়ে তৃণমূলে যোগ দিল ১৫০টি পরিবার।

author-image
Pallabi Sanyal
New Update
`11

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৪ নং দশগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে বিজেপি এবং সিপিম প্রার্থীরা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। ইতিমধ্যেই এই অঞ্চল দখল করে নিয়েছে তৃণমূল।তারপর যারা এখনো তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়বেন তাদের প্রচারে শনিবার দশগ্রামে উপস্থিত হলেন মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া।এদিন নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে দশগ্রাম অঞ্চলের শতীশচন্দ্র উত্তরচক ৬ নং আসনে বিজেপির পঞ্চায়েত প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ তৃণমূলে যোগদান করলেন।অপরদিকে হরেকৃষ্ণ বুথের সিপিএম প্রার্থী চন্দনা বেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।অপরদিকে এই অঞ্চলের প্রায় ১৫০ পরিবার বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উপস্থিত ছিলেন সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স, প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইয়া,তৃণমূল কংগ্রেসের জেলা নেতা তরুন মিশ্র, দশগ্রাম অঞ্চলের সভাপতি অতনু শিং।