নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সার্কেলের আবগারি দফতর এবং সবং সার্কেলের আবগারি দফতরের অভিযানে একাধিক জায়গা থেকে চোলাই মদ ও চোলাই মদ তৈরির সরঞ্জাম নষ্ট করা হয়।
এদিন সবং সার্কেলের আবগারি দফতরের অভিযানে পিংলা ব্লকের বাহাদুরপুর, সাঙ্গাড়, চহাট, শিমুলিয়াসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদ, ১০০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম নষ্ট করার পাশাপাশি ৪টি হাঁড়ি উদ্ধার করা হয়৷ পাশাপাশি ডেবরা সার্কেলে আবগারি দফতরের অভিযানে মলিহাটি, হরিনারায়ণপুর, বিক্রমপুরসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ১২০ লিটার চোলাই মদ ও ২০০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম নষ্ট করা হয়। আগামীদিনে আরো জোরালো অভিযান চলার পাশাপাশি এলাকায় মানুষজনকে সচেতন করার উদ্যোগও নেওয়া হবে বলে জানান ডেবরা এবং সবং সার্কেলের ওসিরা।