নিজস্ব সংবাদদাতা: অনলাইনে বিজ্ঞাপন দিয়ে চাকরির নাম করে কিডন্যাপিং করে টাকা আদায়ের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করলো পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার ভট্টনগরে।
জানা গিয়েছে, অনলাইন এক সংস্থায় চাকরির টোপ দিয়ে সোমবার জগদীশপুরের এক যুবককে লিলুয়ায় ডাকা হয়। লিলুয়ার ভট্টনগরে বহু পরিচিত পালিত বাড়িতে ওই যুবককে আটকে রেখে গলায় ছুরি ধরে এবং অস্ত্র দেখিয়ে যুবককে বাড়িতে ফোন করে টাকা চাইতে বলে তারা। তখন ওই যুবক প্রাণ ভয়ে বাড়িতে ফোন করে এবং লক্ষাধিক টাকা বাবাকে অনলাইনে দিতে বলে।
ছেলের কথা শুনে ওই যুবকের মা নিজের সোনার গহনা বন্ধক রেখে কিডন্যাপারদের দেওয়া ফোন নম্বরে অনলাইনে টাকা পাঠায়। তবে পুলিশে আগে জানিয়ে রাখে। পুলিশ তদন্ত করে জানতে পারে, যেই নম্বরে টাকা পাঠানো হয়েছে সেটি বিহারের আরা জেলার নম্বর। টাকা পেয়ে যাওয়ার খবর কিডন্যাপারদের কাছে আসা মাত্রই তারা ওই যুবককে ছেড়ে দেয়।
কিন্তু ততক্ষণে লিলুয়া থানার পুলিশ ভট্টনগরের পালিত বাড়ি ঘিরে ফেলে এবং অস্ত্র সহ হাতে নাতে ওই তিন যুবককে ধরে ফেলে। উদ্ধার করা হয় অপহৃত ওই যুবককেও। জানা গিয়েছে অভিযুক্ত ওই তিন যুবকের নাম - সৌম্য পালিত, রতন তিওয়ারী এবং আকাশ পান্ডে। সৌম্য পালিত লিলুয়া ভট্টনগরের বাসিন্দা। আকাশ পান্ডে ও রতন তিওয়ারী বিহারের বাসিন্দা।
বর্তমানে লিলুয়ার রামলাল ঘোষ লেনে তারা থাকতো বলেই জানিয়েছে পুলিশ। তবে এই চক্রের মূল পান্ডা কে, আর কার কাছেই বা সেই টাকা গেল তা খতিয়ে দেখছে পুলিশ। বিহারে কার সাথে যোগ রয়েছে, তারও সন্ধান চালাচ্ছে পুলিশ।