নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ ঝাড়গ্রামে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে মিশন লাইফের আওতায় একটি পরিবেশ শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠানে ৮ টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এছাড়া অনুষ্ঠানে ২ টি কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। আজকের অনুষ্ঠানে সমস্ত ছাত্র-ছাত্রীদের পরিবেশ সংরক্ষণ সম্পর্কে বড় বার্তা দেওয়া হয়। এছাড়া পর্ষদের চেয়ারম্যান ডাঃ কল্যাণ রুদ্র ছাত্র-ছাত্রীদের সঙ্গে পরিবেশে যে নানাধরনের উদ্ভিদ ও প্রাণী থাকে সেই বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণকারী সমস্ত ছাত্র-ছাত্রীদের হাতে একটি আম গাছের চারা দেওয়া হয়। এবং পরিবেশ রক্ষায় ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসার বার্তা দেন অনুষ্ঠানে উপস্থিত সমস্ত শিক্ষকরা।