নিজস্ব সংবাদদাতা : পালিত হচ্ছে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ১২ ঘন্টার ভারত বনধ। যার ব্যাপক প্রভাব পড়েছে রেল পরিষেবায়। আদিবাসী সেঙ্গেল অভিযানের রেল রোকো কর্মসূচির জেরে মাঝপথে থমকে গিয়েছে ট্রেনের চাকা। ব্যাপক ভোগান্তির শিকার সাধারণ মানুষ।
পূর্ব ঘোষণা মতো একাধিক দাবিতে বৃহস্পতিবার সকালে রেল অবরোধ শুরু করে আদিবাসী সেঙ্গেল অভিযানের প্রতিনিধিরা। সকাল ৮ টা থেকে লাগু হয়েছে কর্মসূচি। রেল লাইন অবরোধ করায় মালদার আদিনা স্টেশনে ব্যাহত রেল চলাচল। আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। অন্যদিকে, মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি গৌর লিঙ্ক এক্সপ্রেস। থমকে গিয়েছে এনজিপি গামী বন্দে ভারতের চাকাও। সামসিতে দাঁড়িয়ে রয়েছে রাধিকাপুর এক্সপ্রেস। হরিশ্চন্দ্রপুরে আটকে রয়েছে শতাব্দী এক্সপ্রেস। একেই ভ্যাপসা গরম, তারওপর ভোগান্তিতে নাভিশ্বাস উঠেছে সাধারণের।