নিজস্ব সংবাদদাতাঃ রবিবার অর্থাৎ আজ জেলা কালেক্টর জয়সিলান জানিয়েছেন, বিরুধুনগর জেলার শিবকাশীতে বজ্রপাতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আইএমডি জানিয়েছে, উত্তর তামিলনাড়ুর প্রায় ১০টি জায়গায় ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।