‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার কি বলছেন?

‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’-এর ক্ষেত্রে ইতিমধ্যেই অনুমোদন মিলেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
op rawat

File Picture

নিজস্ব সংবাদদাতা: ‘এক দেশ এক নির্বাচন’ বা ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ নিয়ে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি। বহু বিরোধী দলই এই পরিপ্রেক্ষিতে সমর্থন জানিয়েছেন এক দেশ এক নির্বাচন সিদ্ধান্তকে।

‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’-এর ক্ষেত্রে ইতিমধ্যেই অনুমোদন মিলেছে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রীত্বের বৈঠকে এই ‘এক দেশ এক নির্বাচন’-এর ওপর সিলমোহর দিয়েছে সকল মন্ত্রীই। 

Cabinet-accepts-‘one-nation-1
File Picture

এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত এদিন বলেন, “তারা (কেন্দ্রীয় মন্ত্রিসভা) ওয়ান নেশন ওয়ান ইলেকশন অনুমোদন করেনি। তবে, তারা রাম নাথ কোবিন্দ কমিটির সুপারিশ ও রিপোর্ট অনুমোদন করেছে। তাই, আমরা এখনও আছি। আমরা যেখানে ছিলাম ২০১৫ সালে, এই বিষয়ে যখন আমরা একটি মডেল সংসদে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়, তখন আমরা বলতে পারি এটি এক দেশ এক নির্বাচনের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। তারা শীতকালীন অধিবেশনে প্রথম ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মডেল আনবে বলেই মনে করা হচ্ছে”।

 

Adddd