নিজস্ব সংবাদদাতাঃ গ্রাম বাংলার পঞ্চায়েত ভোটে যেন রক্তের হোলি খেলা হয়েছে গতকাল শনিবার। ক্ষমতা দখলের লড়াইয়ে বয়ে গিয়েছে রক্তগঙ্গা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬-এ। পঞ্চায়েত ভোটকে ঘিরে মৃত্যুলীলা যেন থামতেই চাইছে না। আজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ডেবরার আজহার লস্করের মৃত্যু হয়েছে আজ ন্যাশনাল মেডিকেল কলেজে। গতকাল ভোট শেষে বাসন্তীতে ভোট লুটের অভিযোগ ওঠে। এদিকে ২৪১ নম্বর বুথের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে আরএসপি ও তৃণমূল। আরএসপি-র বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল। এদিকে এই সংঘর্ষে গুরুতর আহত জন আজহার লস্কর। তিনি একজন তৃণমূল কর্মী ছিলেন। গতকাল থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। যদিও শেষ রক্ষা হল না, আজ রবিবার ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি থাকা অবস্থাতেই মৃত্যর কোলে ঢলে পড়লেন আজহার লস্কর। অন্যদিকে এহেন খবর পেয়ে স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার । কোথায় সাধারণ মানুষের নিরাপত্তা? কোথায় গেল রাজ্যের আইনশৃঙ্খলা।? স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন।