নিজস্ব সংবাদদাতা: গাছ কাটতে এসে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের দইসন্ডা গ্রামে। মৃত ব্যক্তির নাম বিমল বেরা, বয়স ৪৫। বাড়ি নারায়ণগড়ের মাধবচক গ্রামে।
জানা যায়, মঙ্গলবার সকালে দইসন্ডা গ্রামে নিমাই মালাকারের বাড়ির গাছ কাটতে এসেছিল ওই ব্যক্তি। গাছ কাটার সময় অপর একটি গাছের শুকনো ডাল এসে ওই ব্যক্তির ওপরে পড়লে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের চেষ্টায় তাকে উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নারায়ণগড় থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই ব্যক্তির মৃত্যু তে শোকের ছায়া নেমেছে পরিবারে। ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছেছে নারায়ণগড় থানার পুলিশ।