BREAKING : বেসামরিক বিমানের আড়ালে হামলা চালিয়েছে পাকিস্তান ! বড় দাবি করলেন উইং কমান্ডার ভূমিকা সিং
BREAKING : ভারতীয় সেনাকে কুর্নিশ জানাই ! এবার ভারতীয় সেনাকে নিয়ে বড় মন্তব্য করলেন কেশব প্রসাদ মৌর্য
BREAKING : আপদকালীন পরিস্থিতির জন্য কতটা প্রস্তুত রাজ্য ? নিশ্চিত করতে ক্যাবিনেট বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
‘দেশরক্ষার জন্য আমি আমার সিঁদুর পাঠাচ্ছি’, নববধূর এই কথায় এখন শক্তি জওয়ান মনোজ ধ্যানেশ্বর পাতিলের
BREAKING : মাদ্রাসার ছাত্রদের নিয়ে যুদ্ধ করবে পাকিস্তান ! ফের বিতর্কিত মন্তব্য করলেন
BREAKING : পাকিস্তানের ড্রোন ও গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ! রাজৌরির সীমান্তবর্তী এলাকা খালি করছেন বাসিন্দারা
BREAKING : ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ৬ জুন পর্যন্ত হাজতবাসের নির্দেশ দিল কোর্ট !
BREAKING : কাশ্মীরে অবস্থানরত ছাত্রদের জন্য বড় ঘোষণা করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু !
BREAKING : ১৫ই মে পর্যন্ত গুজরাটে নিষিদ্ধ করা হল আতশবাজি ও ড্রোন !

প্রতারণা করাই হল সার, হাতেনাতে পড়ল ধরা

ঝাড়গ্রাম আদালতে পেশ করলে মহামান্য বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Screenshot 2023-10-11 160549.png

File Picture

নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: প্রতারণা চক্রের পান্ডাকে গ্ৰেফতার করল পুলিশ। ২৯ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় পশ্চিম বর্ধমান থেকে বিজয় হরিদাস নামে এক যুবককে গ্রেফতার করে। তাকে ঝাড়গ্রাম আদালতে পেশ করলে মহামান্য বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

জানা গেছে গত ১৯ তারিখে ঝাড়গ্রাম সাইবার ক্রাইমে রঘুনাথপুরের বাসিন্দা অভিযোগ দায়ের করেন। তাকে ইনভেস্টমেন্টের নাম করে ২৯ লক্ষ টাকা প্রতারণা করা হয়। অভিযোগ দায়েরের পরেই পুলিশ তদন্তে নামেন এবং সেই ফোনের সূত্র ধরেই এক যুবককে গ্রেফতার করেন পুলিশ। সেই মামলাতেই অভিযুক্তকে আদালতে পেশ করলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

অপরদিকে এই ঘটনার পিছনে বড় র‍্যাকেট রয়েছে বলে পুলিশের অনুমান। ইতিমধ্যে পুলিশ এই মামলার তদন্ত শুরু করেছে। এর পিছনে কে বা কারা রয়েছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

hiren