নিজস্ব সংবাদদাতা : ওড়িশা সরকারের মন্ত্রী কৃষ্ণ চন্দ্র পাত্র সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, "রেশনকার্ডের মৃত উপকারভোগীদের সংখ্যা অত্যন্ত বেশি। প্রাথমিক রিপোর্টে এই সংখ্যা এক লাখ সত্তর হাজার দেখানো হয়েছে। তবে চূড়ান্ত রিপোর্টে মৃত উপকারভোগীদের সংখ্যা সঠিকভাবে জানা যাবে।"
মন্ত্রী আরও জানান, "আমি জানি যে আলুর সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে আমরা উত্তর প্রদেশ এবং পাঞ্জাব থেকে আলু আনতে চেষ্টা করছি এবং নিশ্চিত করব যে ভোক্তারা কোনো ধরনের সমস্যা না ভোগে।"
#WATCH | Bhubaneswar: Odisha Minister Krushna Chandra Patra says, "The number of dead beneficiaries of ration cards is very high. In the preliminary report, this number is one lakh seventy thousand. The number of dead beneficiaries will be clear after the final report comes..."… pic.twitter.com/6YimYBkMpH