ভরসন্ধ্যায় চলল গুলি, রক্তে ভাসল রাস্তা, মাটিতে লুটিয়ে পড়লেন ব্যক্তি

মহম্মদবাজারে ভরসন্ধ্যায় গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু ক্রাশার মালিকের।

author-image
Aniruddha Chakraborty
New Update
shoot

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ ভরসন্ধ্যায় বীরভূমের মহম্মদবাজারে চলল গুলি। গুলিবিদ্ধ এক ক্রাশার মালিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃত ব্যক্তির নাম তাপস দাস (৩২)। বাড়ি বীরভূমের কাপিষ্ঠার কেন্দ্রসড়াই গ্রামে। সোমবার সন্ধ্যায় বাইকে চেপে বাড়ি ফেরার সময় তাঁর উপর হামলা হয়। কেউ বা কারা ওই ক্রাশার মালিককে লক্ষ্য করে গুলি চালিয়ে এলাকা থেকে চম্পট দেয়। সঙ্গে সঙ্গে রাস্তার ধারে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রক্তে মাখামাখি গোটা শরীর। দীর্ঘক্ষণ রাস্তার ধারে পড়ে ছিল ক্রাশার মালিকের দেহ। পরে পুলিশ খবর পেয়ে দেহটি উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। কে বা কারা হামলা চালাল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।