নিজস্ব সংবাদদাতাঃ ট্রেনের মধ্যেই চলল গুলি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লিগামী ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ট্রেনের জেনারেল বগিতে দুই যাত্রী বচসায় জড়িয়ে পড়ে। সেই বচসা থেকেই গুলি চালানোর ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটি পৌঁছাতেই খবর দেওয়া হয় আরপিএফে। ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।