জলে ডোবা কিশোরকে ‘মৃত’ ঘোষণা, তারপরই বেঁচে উঠতেই ছড়ালো অশান্তি!

চিকিৎসকদের গাফিলতি ও দেরির জন্যে মৃত্যু হয়েছে কিশোরের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
vstgg

File Picture

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: জীবিত রোগীকে নাকি মৃত ঘোষণা করে দিয়েছিল মেদিনীপুর হাসপাতাল। জলে ডুবে যাওয়া এক কিশোরকে অচেতন অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সিতে ভর্তি করেছিল পরিবারের লোকেরা। এমার্জেন্সিতে থাকা চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে তার মাথায় ডেথ স্টিকার চিটিয়ে দিয়েছিল। 

পরিবারের লোকজনের দাবি, “ভালো করে না দেখেই তাকে মৃত ঘোষণা করা হয়েছিল। আমরা মুখে চাপ দিয়ে হাওয়া দিতে সে জল বমি করা শুরু করে। এবং শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু হয়েছিল। তারপরে আমাদের দাবি মতো অক্সিজেন দেওয়ার চেষ্টাও হয়৷ পরে সেখানে মৃত্যু হয় কিশোরের”। চিকিৎসকদের গাফিলতি ও দেরির জন্যে মৃত্যু হয়েছে কিশোরের। অবিলম্বে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এদিন এমনটাই জানান পরিবারের সদস্যরা। 

vstgg

হাসপাতাল সুপারের দাবি, “এই ধরনের ঘটনাতে মৃতের পেশি সংকোচনের ফলে অনেক সময় মুখ থেকে তরল পদার্থ বের হয়৷ তা দেখেই হয়তো পরিজনেরা ভেবেছিল রোগী বেঁচে গিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে রোগী মৃত অবস্থাতেই এসেছিল”।

vgtujhjk

তবে এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছিল রবিবার রাতে মেদিনীপুর হাসপাতালে। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়। এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।