সেচ দপ্তরের খালে একের পর এক অবৈধ কংক্রিটের কাজ, তদন্তে নেমেছে দপ্তর

অবৈধ কাজের সাথে শাসকদলের নেতাদের নাম উঠে আসছে।

author-image
Adrita
New Update
দফ

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বেশ কয়েকটি জায়গায় সেচ দপ্তর ও গ্রাম পঞ্চায়েতের অনুমতি না নিয়েই সেচ দপ্তরের খালের ওপর কংক্রিটের কাজের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শাসকদলের নেতাদের নামও উঠে আসছে এবং তার সাথে উঠে আসছে প্রোমোটার যোগও। 

এই ঘটনায় ধীরে ধীরে সেচের খালগুলি সংকীর্ণ হয়ে যাচ্ছে ৷ যার ফলে বন্যার আশঙ্কা প্রবল হচ্ছে। অরপদিকে ডেবরা বাজার সংলগ্ন এলাকায় রামুভদ্রপুর খালের ওপর পাকা ব্রীজ তৈরীর অভিযোগ উঠে এসেছে। অপরদিকে ওই এলাকাতেই মৃণালকান্তি সাউ নামের এক ব্যক্তির জমিতে সেচের কাজ শুরু করেছিল। সেই খবর সেচ দপ্তরের কাছে আসতেই তড়িঘড়ি কাজ বন্ধ করে দেওয়া হয়।

এখন প্রশ্ন উঠছে যে সেচ দপ্তরে অনুমতি পাওয়ার আগেই কীভাবে কাজ শুরু করে দিচ্ছে ? এই বিষয়ে ডেবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন যে '' আমরা লিখিত আবেদন পেয়েছি তবে এখনও অনুমতি দেওয়া হয়নি ৷ তবে আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখবো। '' 

Add 1