আসন্ন ঘূর্ণিঝড় 'দানা', খোলা হল ২০০ টি শিবির

আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় দানা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
ক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ঘূর্ণিঝড় দানা প্রভাব ফেলতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুরেও। বুধবার দুপুরের পরে মেঘ কালো হয়ে গিয়েছিল জেলা জুড়ে। বৃষ্টি হয়েছে গড়বেতা সহ সম্ভাব্য স্পর্শকাতর ধরে নেওয়া এলাকা কেশিয়াড়ি সংলগ্ন এলাকায়। তার মধ্যেই পূর্ব প্রস্তুতি অনুসারে স্পর্শকাতর এলাকা গুলি থেকে প্রায় ১৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া আসা হয়েছে নিরাপদ স্থানে। ত্রাণ শিবিরে তাদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছে বুধবার সন্ধ্যা থেকেই। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার রাত নটা নাগাদ জানানো হয়েছে-জেলা জুড়ে প্রায় ১৫ হাজার মানুষ বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছেন। ২০০ টি ত্রাণ শিবির সক্রিয় কাজকর্ম করছে। ৪৯২ জন প্রসূতিকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। ঝড় শুরু হয়ে গেলে বিদ্যুৎ বিভ্রাট ঘটতেই পারে, সে কথা মাথায় রেখে ৬৮ টি বিদ্যুৎ দপ্তরের টিমকে প্রস্তুত রাখা হয়েছে। ঝরে গাছ ভেঙে রাস্তায় পড়ে গেলে বা কোনো কারণে রাস্তা জাম হয়ে গেলে তা মেরামত ও পরিচ্ছন্ন করার জন্য ৮৪ টি রোড ক্লিয়ারেন্স টিম রয়েছে। সেই সাথে বিপর্যয় মোকাবেলা দপ্তরের NDRF টিম রয়েছে দুটি, SDRF রয়েছে দুটি।

 

job digbijoy da