শ্রমিক দিবসে খুদে শ্রমিককে কুর্নিশ এএনএম নিউজের

জেদ মাথায় নিয়ে ৭ বছরের আকাশ বিভিন্ন জায়গায় কাজ শুরু করে। অবশেষে তার বর্তমান সময়ে কাজ হল গাড়ির সার্ভিসিং করা। বাইক, চার চাকা, ১০ চাকা সবটাই করে সে। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ডেবরার এই খুদের সাহসকে কুর্নিশ জানাচ্ছে এএনএম নিউজ।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
cover.jpg


দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ডেবরার (Debra) একটি গ্রামে রয়েছে আকাশ। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে আকাশ।  তখন হামাগুড়িও দিতে শেখেনি আকাশ। কিন্তু বাবা নেই। মা সব সময় মদ্যপ অবস্থায় থাকে। সংসার চালাবে কে? তাই বইয়ের দিকে না তাকিয়ে একটু বড় হতেই আকাশ ছুটলো কাজে। লক্ষ্য, সংসার চালাতে হবে, মাকে দেখতে হবে, দিদির বিয়ে দিতে হবে। আর সেই জেদ মাথায় নিয়ে ৭ বছরের আকাশ বিভিন্ন জায়গায় কাজ শুরু করে। অবশেষে তার বর্তমান সময়ে কাজ হল গাড়ির সার্ভিসিং করা। বাইক, চার চাকা, ১০ চাকা সবটাই করে সে। আর এই করেই খুদে সংসার চালায়। বর্তমানে আকাশের বয়স ১০। যদিও আইন এই বয়সে তাকে কাজ করার অনুমতি দেয়নি। তাঁর পড়তে ইচ্ছে করে। কিন্তু তা করলে সংসার ডুবে যাবে। ছোট্ট একটি বাড়িতে মাকে নিয়েই আকাশের ছোট সংসার। আধার কার্ড ছাড়া তাদের কাছে কিছুই নেই। ইলেকট্রিক দেওয়া ছিল। তাও কেটে দিয়েছে বিদ্যুৎ দপ্তর। তবে এই খবর পরিবেশনের পর আকাশের পরিবারে কী হবে তা জানা নেই। পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে এরকম কত আকাশ রয়েছে তাও কেউ হয়তো খোঁজ নেয়নি। কিন্তু আকাশের এই জেদ, ক্ষমতা এবং উৎসাহকে কুর্নিশ জানায় এএনএম নিউজ।


ad.jpg