গরমের ছোঁয়া, তবে আরামদায়ক সকাল! জানুন আজকের আবহাওয়ার আপডেট
BREAKING: প্রয়াত উরুগুয়ের প্রাক্তন রাষ্ট্রপতি জোসে মুজিকা !
BREAKING: ট্রাফিক কর্মীদের মনোবল বাড়াতে অভিনব উদ্যোগ নিল ভুবনেশ্বর পুলিশ !
আর্থিক ও আইনি ক্ষেত্রে সমস্যায় থাকবেন এই দুই রাশির জাতকরা ! দেখুন রাশিফল
স্বাস্থ্যের দিক থেকে আজ ভালো থাকবেন এই দুই রাশির জাতকরা ! দেখুন রাশিফল
আজ ব্যাপক উন্নতি লাভ করবেন এই দুই রাশির জাতকরা ! দেখুন রাশিফল
কর্মক্ষেত্রে মিশ্র পরিস্থিতির মধ্যে থাকবেন এই দুই রাশির জাতকরা ! দেখুন রাশিফল
BREAKING: পাকিস্তানকে সমর্থনের জের ! এবার তুরস্কের সাথে বাণিজ্য বন্ধ করলেন উদয়পুরের মার্বেল ব্যবসায়ীরা
BREAKING: যুদ্ধবিরতির পর আজ হবে ভারত-পাকিস্তান ডিজিএমও (DGMO)-র সেকেন্ড রাউন্ডের বৈঠক ! থাকবে একাধিক দাবি

পঞ্চমীর দিনে ডেবরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন ব্যবসায়ী

বন্যা কবলিত মেদিনীপুর জেলা।

author-image
Adrita
New Update
e

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কাঁসাই নদীর উত্তরের অঞ্চল গুলিতে নদী বাঁধ ভেঙে একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। বর্তমানে এলাকার জল প্রায় নেমে গিয়েছে তবে ক্ষয়ক্ষতি হয়েছে বহু মানুষের। এই আবহে বন্যা দুর্গত মানুষজনের পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনীপুর জেলা ও ঝাড়গ্রাম জেলার এল পি জি ডিস্ট্রিবিউটর।

এদিন ডেবরা ব্লকের শিমুলতলা এলাকায় ৪০০ জন মানুষকে মাংস ভাত খাওয়ানো হয়। পাশাপাশি খাজুরি, চককৃপান, চকপুরুষোত্তম, এলাকায় বন্যা দুর্গতদের শাড়ী, চাল, ডাল, সোয়াবিন, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

এদিন প্রায় ২০০ জন মানুষের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ঝুম্পা মন্ডল, সুদেস্না সামন্ত, শুভাশিস  মন্ডল,সত্যজিৎ আজাহার, শুভদীপ মন্ডল, সমরেশ ভঞ্জ,সন্তোষ শীটসহ অনান্যরা। পাশাপাশি এদিন বন্যা দুর্গতদের জন্য মেডিক্যাল ক্যাম্পও খোলা হয়েছিল।

i