নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়ি ঝড় নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “আমি বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে বিশেষ করে এনডিএমএ এবং জনপ্রতিনিধি, স্থানীয় সাংসদদের সঙ্গে কনফারেন্স কলে ছিলাম। যাঁরা প্রাণ হারিয়েছেন, ফসল হারিয়েছেন, ঘরবাড়ি হারিয়েছেন, তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। একটি কেন্দ্রীয় দুর্যোগ ত্রাণ তহবিল রয়েছে যা থেকে সমস্ত রাজ্যকে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের জন্য অগ্রিম দেওয়া হয়। সেটা কী ভাবে কাজে লাগানো যায়, সেটা রাজ্য সরকারের ব্যাপার।”