নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেছেন, “আমার মনে হয় না রাষ্ট্রপতির শাসন ছাড়া এখানে কিছু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত নিজের পদ থেকে ইস্তফা দিয়ে একজন নারী হিসেবে সেখানে (সন্দেশখালি) যাওয়া, তাহলে তিনি মানুষের কষ্ট দেখতে পারবেন। তিনি যদি মুখ্যমন্ত্রী হিসেবে সেখানে যান, তাহলে কিছুই পাবেন না। এখানকার মেয়ে ও মহিলারা জানিয়েছেন, তাঁদের তৃণমূলে যোগ দিতে বলা হয়েছে। প্রত্যেককে বলা হয় তৃণমূলের প্রচার করতে, না করলে হেনস্থা করা হয়। সন্দেশখালির একাধিক মহিলা জানিয়েছেন, তাঁরা শুধু তৃণমূলের প্রচার করেছেন, তারপরও তাঁদের সঙ্গে এমনটা হয়েছে।”