নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গে ‘ইন্ডিয়া’ জোট প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ মন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “এই জোট অস্বাভাবিক। কারণ পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। কিছুদিন আগে পঞ্চায়েত ভোটে কংগ্রেস ও সিপিএমকে পরাজিত করেছিল তৃণমূল কর্মীরা। গ্রাউন্ড রিপোর্ট জানেন মমতা বন্দ্যোপাধ্যায়।”
/anm-bengali/media/media_files/DDX4e6aVlYduC1679x2z.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)