কাপড়ের হাটে ছড়িয়ে পড়ে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের OMR শিট! বাংলায় এ কী কান্ড?

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট পাওয়া গেলো নদীয়ার করিমপুরের একটি কাপড়ের হাটে। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
omr

উদ্ধার হওয়া ওএমআর শিট

নিজস্ব সংবাদদাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) ওএমআর শিট (OMR Sheet) পাওয়া গেলো নদীয়ার করিমপুরের একটি কাপড়ের হাটে। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। হাটে স্থানীয় একটি সংগঠনের মিটিং চলছিল আর ঠিক তখনই তাদের নজরে আসে ওএমআর শিটগুলি। সেগুলি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় নদীয়ার (Nadia) করিমপুরের হাটে এক হকারের স্টল থেকে এই ওএমআর শিটগুলো পাওয়া গেলো। সেগুলি ২০১৬ ও ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার উত্তরপত্র। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার উত্তরপত্র কীভাবে নদীয়ার হাটে এলো সেটা নিয়ে উঠছে প্রশ্ন।