প্রাতঃকর্ম গিয়ে হাতির হানায় মৃত্যু বৃদ্ধের, রাজ্যসড়ক আটক

রাজ্যসড়ক আটক।

author-image
Adrita
New Update
ফের শিশু মৃত্যুর ঘটনা, মোট সংখ্যা ৯৬

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ফের হাতির হানায় মৃত্যু পশ্চিম মেদিনীপুরে। দলছুট দাঁতালদের সামাল দিতে নাজেহাল বনদপ্তর। জানা গিয়েছে গত চারদিনে দুজনের মৃত্যু হয়েছে, আহত একজন। শুক্রবার ভোরে প্রাতঃকৃত্য করতে নদীর তীরে গিয়েছিলেন এক বৃদ্ধ। সেই সময় একটি দলছুট হাতি তাকে আক্রমণ করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে যে, মৃত ব্যক্তির নাম রাম ধবল। তার বাড়ি হুমগড় রেঞ্জের রঘুনাথবাড়ি এলাকায়। তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে বনকর্মীরা। 

স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে,  প্রতিদিনের মতো শুক্রবার ভোর ৫ টা নাগাদ প্রাতঃকৃত্যের জন্য শীলাবতী নদীর তীরে গিয়েছিলেন রামবাবু। জানা গিয়েছে একটি হাতি গতকাল মাগুরাশোলে ছিল। সেখান থেকে গনগনি পেরিয়ে খড়িকাশুলি চলে গিয়েছিল। আবার ভোরেই শিলাবতী নদী পেরিয়ে চলে আসে রঘুনাথবাড়ি এলাকায়। সেই সময় নদীর তীরে রামবাবুকে সামনে পেয়ে গেলে শুঁড়ে ধরে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেন বনদপ্তরে।

হুমগড় রেঞ্জের আধিকারিক মলয় ঘোষ জানিয়েছেন, " প্রাতঃকৃত্যে সকালে নদীর তীরে গিয়েছিলেন ওই বৃদ্ধ। সেখানে একটি দলছুট হাতির হানায় প্রাণ-হারান। ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। হাতিটির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। সরকারি নিয়ম অনুসারে সবরকম সাহায্য করা হবে। ভোরে নদীর তীরে না যাওয়ার জন্য গ্রামবাসীদেরও সতর্ক করা হচ্ছে। " 

অন্যদিকে খাবারের খোঁজে রাজ্য সড়কে রাতভর দাপালো কুড়িটি হাতির একটি দল। বৃহস্পতিবার ভোরে কলাইকুন্ডা থেকে চাঁদড়ার জঙ্গলে প্রবেশ করে। সেখান থেকে সন্ধ্যা বেলা চলে যায় ভাদুতলা রেঞ্জের মৌপাল এলাকা। রাতে লালগড়-ভাদুতলা রাজ্য সড়কের জলহরি এলাকায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে দাঁতালের দল। পরে রাস্তার পাশে আলু জমিতে পেট ভরিয়ে গোদাপিয়াশালের জঙ্গলের দিকে রওনা দেয়।

স্থানীয় বাসিন্দা সৌমেন রায় বলেন, " রাত বারোটা নাগাদ হাতির দল জলহরিতে রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে থাকে। এর ফলে বিভিন্ন যানবাহন আটকে যায় বেশ কিছুক্ষণ। পরে রাস্তার পাশে থাকা আলু জমিতে তাণ্ডব চালায়। " বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে হাতির ওই দলটি গোদাপিয়াশাল রেঞ্জের কুসুমডাঙ্গার জঙ্গলে রয়েছে।