বোমার আঘাতে মৃত বৃদ্ধ, হাসপাতালে অধীর

মুর্শিদাবাদে ব্যাপক বোমাবাজি। যার জেরে প্রাণ গেল ৬২ বছরের এক বৃদ্ধের। এই ঘটনার আরও অনেকেই জখম হয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছলেন অধীর রঞ্জন চৌধুরী। 

author-image
Ritika Das
আপডেট করা হয়েছে
New Update
adhirchoudhury.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের দিন রাজ্য জুড়ে চলছে বোমাবাজি, গুলি, অবাধে ছাপ্পা ভোট এবং ব্যালট বাক্স লুট। এদিন মুর্শিদাবাদে হয়েছে বোমাবাজি। যার জেরে মৃত্যু হয়েছে ৬২ বছর বয়সী এক বৃদ্ধের। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর ওই হাসপাতালে পৌঁছন পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। 

জানা গিয়েছে, দুষ্কৃতীরা যখন ভোট লুট করার চেষ্টা চালাচ্ছিল, সেই সময় হয় বোমাবাজি। যার ফলে মৃত্যু হয় ওই বৃদ্ধের। যে হাসপাতালে ছিলেন তিনি, সেখানে যান অধীর রঞ্জন চৌধুরী। তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। বোমাবাজির ফলে জখম হয়েছেন বহু মানুষ। তাঁদের পরিবারের সঙ্গে দেখা করেন অধীর রঞ্জন চৌধুরী।