নিজস্ব সংবাদদাতা: ফেলে দেওয়া সামগ্রী দিয়েই বাজিমাত করছেন প্রিয়া, দিশানী। তাদের হাতের জাদুতেই নতুন রূপ পাচ্ছে হারিয়ে যাওয়া জিনিস। হারমোনিয়াম থেকে সোফা, তবলা, কি নেই তাতে। স্বনির্ভর করে তোলার এমনই উদ্যোগ নিয়েছে মহিলা কলেজ।
বর্তমান সমাজ ব্যবস্থায় প্রতিটি ছাত্র ছাত্রীকে লেখাপড়ার পাশাপাশি স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বিভিন্ন উৎসাহ মূলক প্রকল্পের সাহায্য নিচ্ছে রাজ্যে সরকার, তারই অঙ্গ হিসেবে শুক্রবার জলপাইগুড়ি পি ডি উইমেন্স কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী।
মূলত বাড়িতে ফেলে দেওয়া বিভিন্ন সামগ্রীকে কাজে লাগিয়ে ছাত্রীরা নিজের হাতে সৃষ্টি করছে এক অনন্য শিল্প শৈলীর। প্রদর্শনীতে স্থান পাওয়া ঘর সাজানোর রকমারি সামগ্রীর মধ্যে রয়েছে অব্যবহৃত ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তৈরি হারমোনিয়াম থেকে সোফা, তবলা সব।
নিজ হাতে তৈরি জিনিস প্রসঙ্গে কলেজ ছাত্রী প্রিয়া দাস জানান, এই প্রদর্শনীতে যা কিছু রয়েছে তা সবটাই হাতে তৈরি এবং বাড়ীতে ফেলে দেওয়া সামগ্রী দিয়েই তৈরি।
প্রদর্শনীতে অংশ নেওয়া অপর এক ছাত্রী দিশানী সরকার বলেন, ‘সব জিনিস আমরা নিজে হাতে তৈরি করেছি, নিজেদেরকে স্ব নির্ভর করে তোলাই মূল লক্ষ্য এই প্রদর্শনীর’।
এই ভাবেই ফেলে দেওয়া জিনিস দিয়ে বিভিন্ন হস্ত শিল্প তৈরী করে চলেছে প্রিয়া, দিশানীর মতো অন্যান্য পড়ুয়ারাও।