সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার নির্দেশে বাঁধ মেরামতির কাজ পরিদর্শনে সেচ দপ্তরের আধিকারিকরা

পরিদর্শনে এলেন আধিকারিকরা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
ed

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ রাজ্য সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন এবং সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন   ভুঁইয়ার নির্দেশে ডেবরা ব্লকের অধীন  ২ নং ভরতপুর অঞ্চলের বীরসিংপুরে কংসাবতী নদীর বাঁধ মেরামতির কাজ  সরজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করলেন সেচ দপ্তরের আধিকারিকরা।এদিন ওই এলাকায়  উপস্থিত ছিলেন  সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার আশীষ দত্ত, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইন্দ্রনাথ মুখার্জী, এসডিও লছমাপুর তহশিল মল্লিক,ডেবরা পঞ্চায়েত সমিতি সভাপতি বাদল চন্দ্র মন্ডল, সহ সভাপতি প্রদীপ করসহ অনান্যরা।

রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া বলেন, '' এ বছর বন্যায় ডেবরার বেশ কয়েকটি জায়গায় নদী বাঁধ ভেঙেছে। বহু এলাকা প্লাবিত হয়েছিল। তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাঁধ গুলি মেরামতির কাজ শুরু করেছি। আপাতত টেম্পুরারি হচ্ছে। আগামীতে ডেবরার নদী বাঁধ গুলি পাকা পোক্ত করতে হবে। ডেবরাকে বাঁচাতে হবে। '' 

i