নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ কয়েক বছর বাদে তার প্রচারের ময়দানে পা রাখা নিয়ে এত কথার মাঝে এবার উঠে এল আরেক ঘটনার কথা। কোচবিহারের মমতার সভায় ভিআইপি গেটে বাধা পান জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তাকে সভাস্থলে ঢুকতে বাধা দেওয়ায় অনুগামীদের নিয়ে ভিআইপি গেটের সামনেই বসে পড়েন তিনি। নিরাপত্তারক্ষীদের বাধা দানে সাময়িক উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত ভুল বুঝতে পারেন নিরাপত্তা রক্ষীরা। জনসভার মাঠে ঢুকতে দেওয়া জেলা সভাপতিকে। প্রবেশের পাস সংক্রান্ত সমস্যার জেরেই ভিআইপি গেটে নিরাপত্তা রক্ষীদের বাধার মুখে পড়েন অভিজিৎ দে ভৌমিক। তারপর সমস্যা মিটে গেলে তৃণমূল নেত্রীর সভায় যোগদান করেন তিনি।
প্রসঙ্গত, ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। কোচবিহার থেকে প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারিতে প্রাণনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ঘটে এই ঘটনা।