অতি বর্ষণের ফলে চাষের শুরুতেই ক্ষতিগ্রস্ত বাদাম চাষ

একটানা বৃষ্টিতে বাদাম বীজ লাগানো জমিতে জমে গেছে জল। শুরুতেই ক্ষতির মুখে বাদাম চাষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
Cover (8)

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: একটানা বৃষ্টিতে বাদাম বীজ লাগানো জমিতে দাঁড়িয়ে রয়েছে জল। আর সদ্য গজিয়ে ওঠা বাদামচারাগুলিতে জল জমেছে। এর ফলে তৈরি হবে পচন। আর তাই এগরা, পটাশপুর ও ভগবানপুরের বিস্তীর্ণ এলাকায় বাদাম চাষ শুরু হওয়ার মুখেই ক্ষতির আশঙ্কায় ভুগছেন চাষিরা। এমনকী মাঠের বাদাম লাগানো জমিগুলিতে জমা জল সরাতে দেখা গিয়েছে চাষিদের। গত বছর বাদাম চাষের শেষে এই বৃষ্টির কারণে চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। আবার এই বছর চাষের শুরুতেই অকাল বর্ষণে বাদাম বীজ নষ্ট হতে বসেছে। হাতে আর নতুন করে বাদাম লাগানোর সময়ও নেই। বাদাম চাষিদের অভিযোগ দিনের পর দিন অবৈধভাবে ভরাট হচ্ছে জল নিকাশি। এর ফলে অল্প বৃষ্টিতে বন‍্যা পরিস্থিতি দেখা দিচ্ছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার সারাদিন একটানা বৃষ্টি হওয়ায় বাদাম চাষের জমিতে জল দাঁড়িয়ে যায়।

 

Add 1

স

স

cityaddnew