নিজস্ব সংবাদদাতা : উত্তর বঙ্গের কোচবিহার থেকে শুরু হয়েছিল তৃণমূলের নবজোয়ার যাত্রা। শেষ হবে দক্ষিণ ২৪ পরগনায়। তার আগে উত্তর ২৪ পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পৌঁছবে জনসংযোগ যাত্রা। বসিরহাটের মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের সোলাদানা স্কুল মাঠে কর্মসূচি রয়েছে অভিষেকের। তার আগেই প্রস্তুতি সভায় যোগ দিলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। আর সেখান থেকেই শোনালেন ভরাডুবির কাহিনী। সেই সঙ্গে বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনে ভোট চাইতে এলে বাঁশ-কঞ্চি নিয়ে তাড়া কড়ার নিদান দিয়েছেন তিনি। নুসরতের কথায়, ''২০০টি নৌকা ডুবে গিয়েছে ২০২১ সালে, আর ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে পুরো ডুববে। যারা বাইরে থেকে এসে বলেছিল ‘আব কি বার ২০০ পার’, তাদের তরী আপনারা ডুবিয়ে দিয়েছেন।'' এবার তাই ভোট চাইতে এলেই বিরোধীদের তাড়া করার নিদান দিলেন নুসরত।২০১৯ সালে বসিরহাটের সাংসদ নির্বাচিত হওয়ার পর যতবার বাংলার জন্য দিল্লিতে কিছু চাইতে গেছেন, খালি হাতে ফিরতে হয়েছে বলেও মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ। রাজনৈতিক লড়াইয়ে শাসক দলের সঙ্গে টেক্কা দিতে না পেরে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে দলকে কলুষিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ তার।