নিজস্ব সংবাদদাতা: এবার বসিরহাটের সাংসদ নুসরাত জাহানকে নিশানা করলেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, "নুসরাত জাহান জনসাধারণকে ফাঁদে ফেলেছেন, নিজেকে তৃণমূলের এমপি হিসেবে সাজিয়েছেন। কেন বসিরহাটের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন নুসরাত? তিনি সংসদ ও তার নির্বাচনী এলাকা উভয় থেকে বিরত থাকেন; তাহলে, তার প্রচেষ্টা কি?" দিলীপ ঘোষ জনসাধারণের উদ্দেশ্যে বলেছেন, "সুন্দর মুখ দেখে ভোট দিলে এমনই হবে। সাধারণ মানুষের ভাবার দরকার আছে, নয়ত এই ভাবেই ঠকতে হবে বারবার"।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)