নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ তৃতীয়বার ঘাটাল লোকসভা কেন্দ্রে সাংসদ হিসেবে জয়ী হওয়ার পর বুধবার অর্থাৎ আজ তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেব বলেন, "মানুষ দু'হাত ভরে আশীর্বাদ দিয়েছেন। আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম তা পালন করব। তা আমার ডায়েরিতেও লেখা রয়েছে। কোথায় কি সমস্যা, তার সমাধান করতে হবে। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করা আমার প্রথম কাজ।" ভোটে মনোনয়ন জমা দেওয়ার দিন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে এসে দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, যত ভোট পাবেন তত গাছ লাগাবেন। আর সেই কথা মতই মঙ্গলবার ভোটে জেতার পর বুধবার থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন নার্সারিতে গাছের জন্য বরাত দিলেন দেব। সাধারণ গাছের পাশাপাশি ফলের গাছও লাগানো হবে বলে জানা গিয়েছে। গত লোকসভা নির্বাচনের চেয়ে এবারে আরও বেশি ভোটে জয়ী হয়েছেন দেব। পাঁশকুড়া বিধানসভা বাদে বাকি ছয় বিধানসভাতেও জয়লাভ করেছেন। সবচেয়ে বেশি ব্যবধান রয়েছে কেশপুর বিধানসভায়। সেখান থেকে তিনি বিজেপি প্রার্থী হিরণের চেয়ে ১০৩৩৫৮ ভোটে জয়ী। আর পাঁশকুড়া কেন্দ্রে মাত্র ১৭৬ ভোটে এগিয়ে বিজেপি। ফল প্রকাশের পরই ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষজনকে ধন্যবাদ জানিয়ে দেব জানিয়েছেন, "আমি যা যা প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করব। ঘাটার মাস্টারপ্ল্যানের পাশাপাশি গাছ লাগানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বর্ষা শুরু হলেই লাগানো হবে।"