নিজস্ব সংবাদদাতাঃ চাঁচল হাসপাতালে নার্সকে হুমকির অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। সূত্র মারফত জানা গিয়েছে যে, মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে এমন ঘটনা ঘটেছে।
বিস্তারিতভাবে জানা গিয়েছে যে, ঘটনার সূত্রপাত হয়েছিল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে। রক্তাল্পতার সমস্যা নিয়ে মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা এক রোগী। পুরুষ ওয়ার্ডের ভিতরে একটি চেয়ার নেওয়াকে কেন্দ্র করে প্রথমে কর্তব্যরত পুরুষ নার্সের সঙ্গে বচসা শুরু হয় রোগীর ওই আত্মীয়ের। পরিস্থিতি সামাল দিতে আসেন এক মহিলা নার্স ও হাসপাতালের সিস্টার ইনচার্জ। তাদের সঙ্গেও বচসায় জড়ান অভিযুক্ত। এমনকি এক মহিলা নার্সের উদ্দেশে তিনি জাতপাতের খোঁচা দিয়ে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেন বলেও অভিযোগ। পাশাপাশি প্রভাব খাটিয়ে 'চাকরি খেয়ে নেওয়ার' হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠে আসছে।
নার্সদের দাবি, অভব্য আচরণের মাঝে এক পর্যায়ে রোগীর ওই আত্মীয় বলে ওঠেন, ' যখন আরজি কর বানিয়ে রেখে দেব, তখন তোরা বুঝতে পারবি। '
ওই হাসপাতালের সিস্টার ইনচার্জ জানিয়েছেন যে, ওই ব্যক্তি তাকে আর জি করের চিকিৎসকের পরিণতি করে দেওয়ার হুমকি এবং প্রভাব খাটিয়ে নার্সদের চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেন। এই নিয়ে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়েছে। উল্লেখ্য, এই ঘটনায় ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলে, রোগীর ওই আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ।