নিজস্ব সংবাদদাতাঃ সন্দেশখালিতে শাহজাহানের ডেরায় বিপুল অস্ত্রভাণ্ডারের খোঁজে এসেছিল ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি। শেখ শাহজাহানের এক ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি ব্যাগ। সেই ব্যাগে ছিল অস্ত্রশস্ত্র। সেই সংক্রান্ত রিপোর্ট এবার সিবিআইকে দিল এনএসজি। তাদের রিপোর্টের ভিত্তিতে তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি।
গত শুক্রবার সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরক উদ্ধারকারী রোবট নামিয়েছিল এনএসজি। তার পর সেই রহস্যজন বাড়ি থেকে একটি বাজারের ব্যাগ নিয়ে বেরোয় রোবট। তাতে কী ছিল সেই নিয়ে রহস্য বাড়ে। সূত্রে খবর, ওই ব্যাগে দুটি আগ্নেয়াস্ত্র ছিল বলে সিবিআইকে রিপোর্ট দিয়েছে এনএসজি। এছাড়াও কিছু কার্তুজ এবং বিস্ফোরকও পাওয়া গিয়েছিল বলে সিবিআইয়ের দাবি। এই রিপোর্ট হাতে পেয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। পাশাপাশি, রিপোর্ট আদালতেও পেশ করবে সিবিআই। সূত্রে খবর, উদ্ধার হওয়া একটি রিভলভারের লাইসেন্স ছিল শাহজাহানের ভাই আলমগীরের নামে।