নিজস্ব সংবাদদাতাঃ আজ ৭ই নভেম্বর, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রী সেলসিয়াস। জানা গিয়েছে, আর্দ্রতাজনিত অস্বস্তি মিটলেও এখনই শীতের দেখা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, আজও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকার কথা। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ৫ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হবে না।
আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, আজকে বাতাসে গতিবেগের পরিমাণ আছে প্রতি ঘণ্টায় ৫ কিলোমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৭৯ শতাংশ। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৩ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও, আজ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ আছে ১০১৪.৯ মেগাবাইট। আজ বাতাসে দৃশ্যমানতার পরিমাণ হল ৮.০৫ কিলোমিটার। আজ সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ আছে স্বাভাবিক।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল ৬ই নভেম্বর, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রী সেলসিয়াস। কলকাতার আবহাওয়া সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।